ধর্মপাশায় ছাত্রদলের দুই কলেজে নতুন কমিটি অনুমোদন

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে ধর্মপাশা উপজেলাধীন দুটি গুরুত্বপূর্ণ কলেজে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত আহ্বায়ক মুমিত ইসলাম এবং সদস্য সচিব মো. তারেক মিয়া-এর যৌথ স্বাক্ষরে গত ১লা অক্টোবর, ২০২৫ তারিখে এই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে কলেজ দুটিতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ শাখার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুষার খন্দকার। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সাদ্দাম হোসেন এবং সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে আনসারুলকে। এছাড়া যুগ্ম আহ্বায়করা হলেন: কাওছার আহমেদ, রেজাউল ইসলাম ফাহিম, অনিক মজুমদার, ইকবাল হোসেন জয়, রাহাত তালুকদার, এবং মেহেদী হাসান আরিয়ান।
অন্যদিকে, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ শাখায় একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সামিউল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুরাদ চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি হলেন মো. সানি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র যুগ্ম সম্পাদক রিফাত মিয়া, যুগ্ম সম্পাদক মো. আশরাফুল, সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুর রহমান, এবং দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম খান।
জেলা ছাত্রদল নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে এই নতুন কমিটিগুলো তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করবে।
তাহির আহমদ

মন্তব্য করুন: