কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ট্রাক আটকাতে গিয়ে শ্রমিকদের হামলায় ৫ পুলিশ আহত
Post Top Ad

কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ট্রাক আটকাতে গিয়ে শ্রমিকদের হামলায় ৫ পুলিশ আহত

প্রথম ডেস্ক

০৫/১০/২০২৫ ১৮:২২:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ট্রাক আটকাতে গিয়ে পরিবহন শ্রমিকদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার দুপুরে থানার পার্শ্ববর্তী সড়কে স্থাপিত চেকপোস্টে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিলো। এসময় একটি বালুবাহী ট্রাক আটক করলে পেছন থেকে কয়েকজন শ্রমিক এসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় পরিবহন শ্রমিক নেতা মাহফুজের নেতৃত্বে শ্রমিকরা পুলিশের ওপর চড়াও হয়।

হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে কেউ গুরুতর আহত হননি বলে জানান ওসি রতন শেখ।

তিনি আরও বলেন, “সরকারি দায়িত্ব পালনের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

অন্যদিকে, শ্রমিক নেতাদের অভিযোগ—চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ট্রাক থেকে ঘুষ আদায়ের চেষ্টা করছিলেন, এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে চলতি বছরের আগস্টে সাদা পাথর এলাকায় পাথর লুটের ঘটনার পর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ পাথর ও বালুবাহী ট্রাকের বিরুদ্ধে অভিযান জোরদার করে স্থানীয় প্রশাসন।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad