কমলগঞ্জে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ!
Post Top Ad

কমলগঞ্জে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ!

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০৬/১০/২০২৫ ১৭:৪৯:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সরকারি রাস্তার জমি দখল করে দোকান গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনসার ভিডিপি ইউনিয়ন দলনেত্রী সুরজাহান বেগম উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগে বলা হয়, সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামের হাছন মিয়া উপজেলা সদর চৌমুহনী-আদমপুর সড়কের নগর পয়েন্টে সরকারি জমি দখল করে একটি পাকা দোকানসহ নির্মাণ করেছেন। এতে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।


সুরজাহান বেগম অভিযোগ করে বলেন, “হাছন মিয়া স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। বিষয়টি জানার পর আমি বাঁধা প্রদান করি, কিন্তু তিনি অমান্য করে দোকান নির্মাণ অব্যাহত রাখেন।”


এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে আদমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোত্তাকীন সরেজমিন তদন্ত করেন। গত ১৬ সেপ্টেম্বর দাখিল করা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়— হাছন মিয়া নিজের বসতবাড়ির সংলগ্ন সরকারি সড়কের ভূমি একীভূত করে অবৈধভাবে দোকান গৃহ নির্মাণ করেছেন। যদিও অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে হাছন মিয়া ফোন রিসিভ করেননি। তবে তার এক নিকটাত্মীয় দাবি করেন, “দোকান নির্মাণের জায়গাটি হাছন মিয়ার নিজস্ব সম্পদ।


কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বিষয়টি সত্য প্রমাণিত হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad