জামালগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ গ্রেপ্তার
Post Top Ad

ডেভিল হান্ট অভিযান

জামালগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ গ্রেপ্তার

প্রথম ডেস্ক

০৭/১০/২০২৫ ২১:৫৩:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের জামালগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) রাত দুইটার দিকে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।

থানা সূত্রে জানা গেছে, ইকবাল আল আজাদ জামালগঞ্জ থানার এফআইআর নং-১০, তারিখ ২৫ আগস্ট ২০২৪; জি.আর. নং-৮৯, তারিখ ২৫ আগস্ট ২০২৪; ধারা ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯–এর মামলায় তদন্তে সন্দেহভাজন ও চার্জশিটভুক্ত পলাতক আসামি ছিলেন।

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনে দায়ের করা দুটি মামলার চার্জশিটভুক্ত আসামি ইকবাল আল আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad