ব্যাটারি রিকশা আন্দোলন
সিলেটে ভাঙচুর মামলায় গ্রেপ্তার দুই বাসদ নেতা কারাগারে : রিমান্ড আবেদন খারিজ

সিলেটে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর দুই নেতা আবু জাফর ও প্রণব জ্যোতি পালের সাত দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে আদালত একদিনের জন্য জেলগেটে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হারুনুর রশীদের আদালতে এ আদেশ দেন। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীদের করা জামিন আবেদনও নামঞ্জুর করা হয়।
আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন বলেন, “পুলিশ দুই নেতার সাত দিনের রিমান্ড চেয়েছিল। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আমরা জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করেন।”
আসামি পক্ষের পক্ষে সিনিয়র আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য, তাপস ভট্টাচার্য ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিলেট শাখার সভাপতি সৈয়দ মনির হেলাল উপস্থিত ছিলেন।
বাসদের সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পাল ব্যাটারিচালিত রিকশা চালকদের পক্ষে আন্দোলন করতে গিয়ে ২৭ সেপ্টেম্বর গ্রেপ্তার হন। ওইদিন সিলেট নগরের আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে আলোচনার কথা বলে পুলিশ তাদের নিয়ে যায়। পরে সিটি করপোরেশনের মনিটর সুপারভাইজার রুহেল মিয়া দায়ের করা ভাঙচুর মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তীতে পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। এর একটি দায়ের করেন সিসিক কর্মকর্তা রুহেল মিয়া— সরকারি কাজে বাধা ও সম্পদ ক্ষতির অভিযোগে। অপরটি দায়ের করেন গাড়িচালক ইব্রাহিম মিয়া— তার প্রাইভেটকার ভাঙচুর ও আহতের অভিযোগে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দুটি মামলায় আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে আদালতের অনুমোদিত প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ করা হবে।”
উল্লেখ্য, ব্যাটারিচালিত রিকশা চালকদের পক্ষে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় বাসদের দুই নেতার পাশাপাশি আরও কয়েকজন শ্রমিককেও পুলিশ আটক করেছিল।
এ রহমান

মন্তব্য করুন: