তাহিরপুরে যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট অভিযান : দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা
Post Top Ad

অবৈধ ভাবে বালু উত্তোলন

তাহিরপুরে যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট অভিযান : দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৯/১০/২০২৫ ১৯:২৩:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার খনিজ সম্পদসমৃদ্ধ যাদুকাটা নদীর অস্তিত্ব ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু। অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে ধৃত দুইজনকে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জনসচেতনতামূলক বক্তব্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন, “নদীর তীররেখা অতিক্রম করে পাড় কাটা ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। আইন ভঙ্গকারীর বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানকালে ইজারাদার, স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, “যাদুকাটা নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad