সংবাদ সম্মেলন
দিরাইয়ে প্রবাসীর দায়েরকৃত মামলার বিরুদ্ধে ক্ষোভ ছাত্র জমিয়তের

দিরাইয়ে প্রবাসীর দায়ের করা একটি মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র জমিয়ত উলামায়ে ইসলাম দিরাই উপজেলা ও পৌর শাখা। শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, জেলা ছাত্র জমিয়তের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল করিম, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাসান আহমেদ চৌধুরী, পৌর ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আহমদ, সাধারণ সম্পাদক কয়েছ আহমদ তালুকদার এবং দিরাই উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা নুর আলী রায়হান।
বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি জামায়াত নেতা আইনজীবী শিশির মনিরের পূজা মণ্ডপে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে দিরাই-শাল্লাসহ সারা দেশে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এ ঘটনার প্রেক্ষিতে ৩ অক্টোবর সর্বস্তরের জনতার আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে ছড়িয়ে অপপ্রচার চালানো হয়। প্রবাসী সাইফুর রহমান নামে এক ব্যক্তি ফেসবুকে ব্যানারের ওপর ক্রস চিহ্ন এঁকে নেতাকর্মীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। এরপর ৬ অক্টোবর সংগঠনের কয়েকজন নেতা প্রবাসীর পিতার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে উল্টো তাদের অপমান করা হয়। পরদিন ওই প্রবাসীর পিতা হিফজুর রহমান বাদী হয়ে পাঁচজন ছাত্র জমিয়ত নেতার বিরুদ্ধে সাত ধারায় মামলা দায়ের করেন।
ছাত্র জমিয়ত নেতাদের অভিযোগ, “এটি একটি পরিকল্পিত ও মিথ্যা মামলা। মামলার যেসব সাক্ষী রাখা হয়েছে, তারাও জানেন না মামলার বিষয়ে কিছু।” পরে সাক্ষীদের প্রতিবাদের মুখে বাদী মামলাটি তুলে নিলেও প্রবাসী সাইফুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলা নিয়ে আরও অপপ্রচার চালান বলে দাবি সংগঠনটির।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা করা হয়েছে। এই ধরনের মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী বলেন, “আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে দলের সিনিয়র নেতারা সিদ্ধান্ত নেবেন।”
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ রহমান

মন্তব্য করুন: