কমিউনিটি প্যরামেডিক অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

বাংলাদেশ কমিউনিটি প্যরামেডিক অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে। শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কমিউনিটি প্যরামেডিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক তোফাজ্জল হোসেন তুহিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আনারুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব আশরাফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন কমিউনিটি প্যরামেডিকরা। এদেরকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা ও নীতিগত সহায়তা প্রয়োজন। বক্তারা সরকারের কাছে তাদের পেশাগত স্বীকৃতি ও ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
তারা জানান, বহির্বিশ্বের মতো বাংলাদেশেও কমিউনিটি প্যরামেডিক পেশাজীবীদের ভূমিকা আরও সুসংগঠিত এবং সুনির্দিষ্ট করতে কাজ করে যাচ্ছে এই অর্গানাইজেশন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান,সদস্য শাহজান, শাহনাজ পারভীন, মোহাম্মদ হোসাইন ,সিনিয়র সদস্য সচিব নিখিল চন্দ্র রায়, যুগ্ম সদস্য সচিব শহিদুল ইসলাম, মো. ইসমাইল, সাইফুল ইবরাহীম ,মো:শফিক ,মুখ্য সংগঠক কাজী ,রোকসানা বেগম,নির্বাহী সদস্য তাহের আহমদ ,সোনিয়া আক্তার , মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আফনান চৌধুরী, মোহাম্মদ কামাল প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন সোনিয়া খান তৃষ্ণা ও শহিদুল ইসলাম শহিদ।অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতে দেশব্যাপী আরও কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটিকে জাতীয় পর্যায়ে আরও সুসংহত করা হবে।
নীরব চাকলাদার

মন্তব্য করুন: