শাবিপ্রবিতে থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন মাসরুরের
Post Top Ad

পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ইতিহাসে রেকর্ড

শাবিপ্রবিতে থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন মাসরুরের

প্রথম ডেস্ক

১৭/০৭/২০২৫ ০৫:৫৩:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ইতিহাসে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে অনার্স সম্পন্ন করেছেন মাওলানা হাবিবুর রহমান মাসরুর। তিনি বিশ্ববিদ্যালয়টিন ইতিহাসে প্রথম সর্বোচ্চ রেজাল্টে গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন বলে জানিয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একটি সূত্র। তিনি অনার্স কোর্সে ৪.০০ স্কেলের মধ্যে ৩.৮৪ সিজিপিএ অর্জন করেন, যা এই বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ ফলাফল হিসেবে রেকর্ডে স্থান পেয়েছে।


মাওলানা হাবিবুর রহমান মাসরুর জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর এই অর্জনে সংগঠনটির পক্ষ থেকে গৌরবোজ্জল দাবি করে বলা হয় মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার সমন্বয়ে উচ্চতর শিক্ষায় এধরনের কৃতিত্বপূর্ণ অর্জন ছাত্র জমিয়তের অঙ্গনকে যেমন গৌরবান্বিত করেছে, তেমনি কওমি শিক্ষাব্যবস্থার সামগ্রিক মর্যাদা বৃদ্ধিতেও দৃষ্টান্ত স্থাপন করেছে। মেধাবী এই ছাত্রনেতার কৃতিত্বপূর্ণ সফলতায় সংগঠনের নেতাকর্মীরা আনন্দিত ও গর্বিত। তারা তাঁর জন্য আন্তরিক দোআ ও শুভকামনা জানিয়েছেন।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad