পপি ভৌমিকের প্রতিটি কবিতা জীবন্ত অনুভুতির প্রকাশ : পরিমল কান্তি দে
Post Top Ad

কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

পপি ভৌমিকের প্রতিটি কবিতা জীবন্ত অনুভুতির প্রকাশ : পরিমল কান্তি দে

প্রথম ডেস্ক

২৭/০৭/২০২৫ ০০:৫০:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রফেসর পরিমল কান্তি দে বলেছেন, কবিতার শহর সুনামগঞ্জে ‘দর্পণে দেখা আলোর আকুতি’ নামক কাব্যগ্রন্থটি কবিতার রাজ্যে আরও একটি সংযোজন। কাব্য চর্চার উর্বর ভূমিতে কবি পপি ভৌমিক নতুন নাম হলেও প্রখর চিন্তাশক্তি এবং কবিতার শব্দ প্রয়োগে তিনি যোগ করেছেন এক ভিন্ন মাত্রা। কিছু লিখলেই যেমন কবিতা হওয়া না তেমনি বোধশক্তি ছাড়া কবিও হওয়া অসম্ভব। পপি ভৌমিক আঙ্গিক ঠিক রেখে পরিপাটি এক বিন্যাসের মধ্য দিয়ে প্রতিটি কবিতাকে জীবন্ত অনুভুতির প্রকাশ ঘটাতে পেরেছেন। সেই হিসেবে প্রথম কাব্যগ্রন্থেই তিনি সফল। 


ডেইলি সুনামগঞ্জ.কম-এর উদ্যোগে শনিবার (২৬ জুলাই) সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’ নামক কাব্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে কথাগুলো বলেন। তিনি বলেন, মনের ভাবনাকে প্রকাশ করা যায় কবিতার মাধ্যমে। বাসযোগ্য স্বদেশ নির্মাণের জন্য সাহিত্য চর্চার প্রতি তিনি গুরুত্বারোপ করেন এবং ‘দর্পণে দেখা আলোর আকুতি’ কাব্যগ্রন্থ প্রকাশ করায় কবি পপি ভৌমিকের ভূয়সী প্রশংসা করেন। 


ডেইলি সুনামগঞ্জ.কম-এর ভারপ্রাপ্ত সম্পাদক রওনক বখতের সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী সামিনা চৌধুরী মনির প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. ননী ভূষণ তালুকদার, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, জসিম বুক হাউসের প্রকাশক মো. জসিম উদ্দিন। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. ননী ভূষণ তালুকদারের সহধর্মীণি এবং কাব্যগ্রন্থের লেখক কবি পপি ভৌমিক। তিনি বলেন, আমি মনে করি কবিতা লিখতে নিজেকে প্রস্তুত করতে অনেক পড়াশোনা এবং লেখালেখি করতে হয়। প্রথমে লিখেই গ্রন্থ প্রকাশ করা সম্ভব নয়। কবিতা লিখা নিয়ে অনেক ভাবতে হয়। তাই লেখালেখি নিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কবি পপি ভৌমিক আরও বলেন, প্রবাসে থেকেও অ্যাড. রণেন্দ্র তালুকদার পিংকু প্রেরণা দিয়েছেন এবং গ্রন্থ প্রকাশনায় সহযোগিতা করেছেন, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরে তিনি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন। 


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ‘দ্যা নিউজ’ এর বিভাগীয় প্রতিনিধি ও প্রথম সিলেট . কমের সম্পাদক দেবব্রত রায় দিপন, ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন, জলকন্যা’র সম্পাদক প্রভাষক মশিউর রহমান, সংস্কৃতিকর্মী বিধান চন্দ্র বণিক। অনুষ্ঠানে সহযোগিতা করেন কবি মিল্লাত আহমেদ।


অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতের শান্তি কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad