সুনামগঞ্জে ‘দর্পণে দেখা আলোর আকুতি’ কাব্য গ্রন্থের প্রকাশনা আজ
Post Top Ad

সুনামগঞ্জে ‘দর্পণে দেখা আলোর আকুতি’ কাব্য গ্রন্থের প্রকাশনা আজ

প্রথম ডেস্ক

২৬/০৭/২০২৫ ০১:৩২:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জনপ্রিয় প্রকাশনা সংস্থা জসিম বুক হাউস থেকে প্রকাশিত কবি ও লেখক পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আজ। ডেইলি সুনামগঞ্জ . কম এর উদ্যোগে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে সন্ধা ৬ টায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) পরিমল কান্তি দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত)সৈয়দ মহিবুল ইসলাম,জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক ডা. ননী ভূষণ তালুকদার, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) শেরগুল আহমদ, রিপোর্টাস ইউনিটি সুনামগঞ্জ এর সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান,কাব্য গ্রন্থের লেখক কবি পপি ভৌমিক ও প্রকাশক জসিম উদ্দিন। 


প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডেইলি সুনামগঞ্জ . কমের ভারপ্রাপ্ত সম্পাদক রওনক বখত 

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad