কবিতা
Post Top Ad

কবিতা

১১/০৭/২০২৫ ১৫:০১:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

খেলা

আনন্দ এখন নিলামে চড়া দামে বিক্রি হয়

হাজারো উৎসুকের ভীড়ে আনন্দের বেচাকেনা চলে

সকাল থেকে সন্ধ্যা অবধি।

হৈ হুল্লোড় হাসি ঠাট্টায় কাটে প্রতিটি দিন

এরপর সূর্যকে ছাপিয়ে যখন চাঁদ উঠে

নির্ঘুম বেয়ারার দল হায়েনার মতো খাঁচা ভেঙে ঘ্রাণ শুকতে শুকতে

ভীষণ ঠান্ডায় গর্তে লুকিয়ে থাকা খরগোশের খবর ঠিক পেয়ে যায়।

হায়রে হায়েনার দল

রক্তের গন্ধ যাদের কাছে কস্তুরীমম

সত্যকে গলিয়ে-দলিয়ে-পিষে

অমানবিক এক সুখ খুঁজে পায়।

হায়রে আঁধার,

চাক্ষুস সাক্ষী সমস্ত রাতের নিষ্ঠুরতার

নিস্তরঙ্গ জীবনের।

হে সময়,

আর কত সয়ে বেড়াবে অসময়ের জঞ্জালকে?

পোড়া মন আর কত জ্বলবে?

ছাই থেকে ভষ্ম নি:সংকোচে বেড়িয়ে আসে

নষ্ট জীবনের লেলিহান কষ্ট দাউ দাউ করে জ্বলছে

নিভৃত ছাইয়ের ভেতর।

তবুও আনন্দরা তাতিয়ে বেড়ায়

এক পাড়া থেকে অন্য পাড়ায়

মেতে ওঠে সর্বনাশের বিষম খেলায়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad