আজ আমি অভিশম্পাত দিচ্ছি
Post Top Ad

আজ আমি অভিশম্পাত দিচ্ছি

দেবব্রত রায় দিপন

২৫/০৭/২০২৫ ০৭:৪১:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আজ আমি অভিশম্পাত দিচ্ছি

দেবব্রত রায় দিপন

.

লাল-সবুজের চাদরে মোড়ানো আমার মায়ের শরীর

বিগত ক্ষত চিহ্নমায়ের শরীরে এখনও বিদ্যমান।

বুকে তাঁর কত শত বুলেটের ক্ষত চিহ্ন

মায়ের সে কি যন্ত্রণা ! কেবল মাত্র সন্তানই জানে

লাল-সবুজে মোড়ানো মায়ের ঢাকা দেহ কী বিভৎস! 

সন্তান এখনও জীবিত, মা আছেন মাটিতে শো’য়ে

ওরা মায়ের সকল স্মৃতিচিহ্ন মুছে দিতে উদ্যত

যেন লাল-সবুজের রক্তাক্ত চাঁদরে বড্ড ভয়। 

মা কথা বলেন না। কেবল ধারণ করেন


ধারণ করতে করতে মা রইলেন ধারক হয়ে

আর আমরা ? মায়ের সন্তান রা?

প্রতিদিন সহ্য করছি মায়ের চাদর নিয়ে টানাটানি

কবর নিয়ে টানাটানি। 

ওরা ভুলিয়ে দিতে চায় বিগত ইতিহাস,মায়ের ইতিহাস

প্রতিটি কালো হাত যেন এক একটি শকূন

মায়ের বিভৎস চিহ্ন যেন কিছু নয়!

লাল-সবুজে মোড়ানো মায়ের চাঁদর কিছু নয়

বুলেটে ঝাঁঝরা হওয়া মায়ের বুক যেন কিছু নয়

ওরা বড়ই ক্ষুধার্ত! মায়ের মাংশ ভক্ষন তাদের ক্ষুধার রসদ

আমি অসহায়, বড় অসহায়! আমি ক্লান্ত,আমি আজ খুব খুবই দুর্বল

তবে আমি আজ অভিশম্পাত দিচ্ছি-

একদিন দেশ হবে সন্তানদের। একদিন দেশ হবে লাল-সবুজের

প্রতিটি কালো হাত একদিন অকেজো হয়ে যাবে


আর এই জনপদে দাঁড়িয়ে শপথ নিচ্ছি

যারা আমার মায়ের দেহ থেকে লাল-সবুজের কাপড় মুছে দিতে চায়

যারা মায়ের নির্যাতনের ক্ষত চিহ্ন মুছে দিতে চায়

যারা মায়ের বুকের উপর এখনও বুলেট নিক্ষেপ করে

যারা রক্তস্নাত মায়ের উপর আবারও হোলি খেলায় মত্ত

তাদের জন্য একদিন তরবারি হাতে নেব

তাদের জন্য একদিন ফাঁসির মঞ্চ প্রস্তুত করবো

তাদের জন্য একদিন অনায়াসে হাতে নেব বুলেট

তারপর চিরদিনের মতো সঙ্গী হবো মায়ের সাথে

আমিও আবৃত হবো পবিত্র লাল-সবুজের চাদরে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad