‘ভাঙব তবু মচকাব না’

শ্রীলেখা মিত্র কখনোই কোনো বিষয়ে নিজের মতামত সুস্পষ্টভাবে তুলে ধরতে পিছপা হননি। কিছুদিন আগে অবসাদ থেকে ওজন বাড়ার সমস্যা, টলিউডের বর্তমান অবস্থাসহ একাধিক বিষয়ে নিজের মতামত জানিয়েছিলেন।
অভিনেত্রীর কথায়, ‘দীর্ঘ সময় কাজ না থাকলে নিজেকে মেনটেন করার তাগিদটা নষ্ট হয়ে যায়। দিনের পর দিন যখন ক্যামেরার সামনে দাঁড়াইনি, ঘর থেকে বেরোয়নি আমি তখন রাতে ঘুম আসত না। তখন অনলাইনে খাবার আনাতাম, মিষ্টি খেতাম। এভাবেই একদিন দেখলাম জিন্সটা আর ফিট করছে না।
আগে শরীরচর্চা, ডায়েট মানতাম। এখন আর সেই ড্রাইভটা পাই না।
শ্রীলেখা মিত্র এদিন আরও জানান, ‘অবসাদের জন্য আমি ওষুধ খাই। বাড়ির কোনো কাজ করতে হয় না। অবসাদ থেকেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছিলাম। টলিউডের তারকাদের নিয়ে নানা কথা বলেছিলাম। কিন্তু কেন বলেছিলাম কেউ বোঝেননি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা আমায় ভীষণ নাড়া দিয়েছিল। আমায় লোক পার্টিতে, প্রিমিয়ারে ডাকা বন্ধ করে দিয়েছে।
সম্প্রতি এই অভিনেত্রীকে আবার শরীরচর্চা করতে দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে শরীরচর্চার একাধিক ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যাচ্ছে। সম্প্রতি একটি পোস্টে লিখেছেন, ভাঙব তবু মচকাব না।
এই পোস্টে তাকে শরীরচর্চার বেশকিছু ছবি পোস্ট করতে দেখা গেছে। যেখানে বেশ কষ্টের কসরত রয়েছে। অর্থাৎ শ্রীলেখা হয়তো দৃঢ়ভাবে শপথ নিয়েছেন যেভাবে হোক নিজেকে ফিট করবেন। যেকোনো ঝড় আসুক তার মনোবল আর ভাঙা সম্ভব হবে না। নেটিজেনরা শ্রীলেখার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ওই পোস্টে তারা অভিনেত্রীকে অনুপ্রেরণামূলক কথা বলেছেন।
সজল আহমদ

মন্তব্য করুন: