জয়ার ইরানি সিনেমা, শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে
Post Top Ad

জয়ার ইরানি সিনেমা, শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

প্রথম ডেস্ক

০৩/০৯/২০২৫ ২০:১৭:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান আবারও ভক্তদের জন্য নিয়ে এলেন বড় চমক। একসঙ্গে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। একটি সিনেমা হলে, অন্যটি ওটিটি প্ল্যাটফর্মে। বাংলাদেশ ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ আসছে প্রেক্ষাগৃহে। শিগগিরই ঘোষণা হবে মুক্তির তারিখ।


লায়ন সিনেমাস ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসেই দেশের হলে মুক্তি পেতে পারে ফেরেশতে।


গত সোমবার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের ফেসবুক পেজে ফেরেশতে সিনেমার পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, শিগগিরই আসছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, ফেরেশতে মুক্তি নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে।


ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের ছবিতে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক গল্প ফুটে উঠেছে। জয়া ছাড়াও এতে অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। ছবিটির সহপ্রযোজকও জয়া নিজেই।


অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম চরকি আনছে ‘জয়া আর শারমিন’। পিপলু আর খানের পরিচালনায় সিনেমাটি গেল ১৬ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। এবার ঘরে বসেই দেখা যাবে চরকিতে।


করোনার সময় ঘিরে দুই নারীর সম্পর্কের গল্প বলা হয়েছে এই ছবিতে। শুরুটা পেশাগত সম্পর্ক হলেও সময়ের সঙ্গে তা গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধনে। রান্না, গল্প আর স্মৃতিচারণের ভেতর দিয়ে তাদের সঙ্গী হয়ে ওঠা কিন্তু তার পরেও অদৃশ্য এক দেয়াল থেকে যায়। তারকাখ্যাতি পাওয়া জয়া আর সাধারণ জীবনের শারমিনের ব্যবধান একসময় সম্পর্কটিকে জটিল করে তোলে। এখানে জয়া অভিনয় করেছেন নিজের নামের চরিত্রে, আর শারমিন চরিত্রে দেখা যাবে মহসিনা আক্তারকে। ছবিটির সহপ্রযোজকও জয়া।


গত সোমবার ওটিটি প্ল্যাটফর্ম চরকি ঘোষণা দিয়েছে, এই সেপ্টেম্বরে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাচ্ছে জয়া আর শারমিন। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad