শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
বেসরকারি স্কুল-কলেজে সভাপতি হবেন শুধু সরকারি কর্মকর্তা

বেসরকারি স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, আর কোনো সাধারণ ব্যক্তি সভাপতি হতে পারবেন না। শুধুমাত্র সরকারি চাকরিজীবী (নবম গ্রেড বা তদূর্ধ্ব) কিংবা সমমানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ পদে থাকতে পারবেন। একই সঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এর পরদিন ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি বাতিল বলে গণ্য হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, পরিচালনা পর্ষদের নতুন প্রবিধানমালায় সভাপতির জন্য স্নাতক বা সমমান ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি চাকরিজীবী হলে নবম গ্রেডের নিচে নয়, অবসরপ্রাপ্ত হলে পঞ্চম গ্রেডের নিচে নয়—এমন কর্মকর্তারা সভাপতি হওয়ার যোগ্য হবেন।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৮ নভেম্বর দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করা হয়।
আন্ত শিক্ষা বোর্ড সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির সাংবাদিকদের বলেন, “বিদ্যমান নিয়মে সামান্য সংশোধন আনা হয়েছে। কেবল সভাপতি পদেই পরিবর্তন হয়েছে, অন্য পদগুলো আগের মতোই থাকবে।”
এ রহমান

মন্তব্য করুন: