শান্তিগঞ্জে শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
Post Top Ad

প্রবাসী শওকত আলীর মানবিক উদ্যোগ

শান্তিগঞ্জে শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

২০/০৯/২০২৫ ২০:০০:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক মো. শওকত আলীর ব্যক্তিগত অর্থায়নে শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন “সবার জন্য প্রত্যাশা”-এর আয়োজনে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক অসহায় পরিবারের হাতে ৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়। এসময় “সবার জন্য প্রত্যাশা” সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ত্রাণ বিতরণ শেষে প্রবাসী শওকত আলী বলেন, “দেশ-বিদেশে যেখানেই থাকি, এলাকার মানুষই আমার আপনজন। তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ও ভালোবাসা। সবাই যদি একে অপরের পাশে দাঁড়ায় তবে সমাজ আরও সুন্দর হবে। ইনশাআল্লাহ, আগামীতে আরও বৃহত্তর পরিসরে ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করব।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, শওকত আলীর মতো সফল প্রবাসীরা যদি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে গ্রামীণ জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তাঁর এ উদ্যোগ প্রশংসনীয় ও অনুসরণযোগ্য।

উল্লেখ্য, মো. শওকত আলী দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে আসছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad