মৌলভীবাজারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
Post Top Ad

মৌলভীবাজারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২১/০৯/২০২৫ ১৮:১৭:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মৌলভীবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সদর মডেল থানা এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেন, “সরকার, পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। তবে আমাদের হিন্দু ভাইয়েরাও নিজেদের সজাগ রাখবেন। কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় চোখে পড়লে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।”

তিনি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও মণ্ডপ এলাকায় মেলা সীমিত রাখার পরামর্শ দেন। পাশাপাশি পূজা চলাকালীন পৌরসভাগুলোতে যানজট নিরসনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এম নাসের রহমান আরও বলেন, “আমরা চাই হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে মহা উৎসব পালন করুন। তবে পলাতক স্বৈরাচারের লেজ যাতে নড়াচড়া না করে, সেদিকে পুলিশ, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীকে সজাগ থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও আমরা যথাসাধ্য সহযোগিতা করব।”

পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সদর মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, জেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা সভাপতি অ্যাড. সুনীল কুমার দাশ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, মাওলানা জামিল আহমেদ আনসারি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরী, এনসিপির জেলা প্রধান সমন্বয়ক সাহেদ আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি আশু রঞ্জন দাশসহ পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতা।

সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, সদর উপজেলার ১২ ইউনিয়ন ও পৌরসভার পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরাও অংশ নেন।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad