দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদকের মৃত্যুতে ছাতকে কর্মরত গণমাধ্যমকর্মীদের শোক
Post Top Ad

দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদকের মৃত্যুতে ছাতকে কর্মরত গণমাধ্যমকর্মীদের শোক

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২২/০৯/২০২৫ ১৭:৫৪:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দৈনিক শ্যামল সিলেট'র বার্তা সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাব এর সদস্য, প্রবীন সাংবাদিক আবুল মোহাম্মদ আর নেই। আজ সোমবার দুপুরে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 


এদিকে সাংবাদিক আবুল মোহাম্মদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছাতকে কর্মরত গণমাধ্যম কর্মীরা। এক বার্তায়  দৈনিক যুগান্তরের আনোয়ার হোসেন রনি, দৈনিক সমকাল ও উত্তরপূর্বের শাহ আখতারুজ্জামান, দৈনিক নয়াদিগন্ত ও জালালাবাদের আমিনুল ইসলাম হিরণ, দৈনিক ইনকিলাব ও শ্যামল সিলেটের কাজী রেজাউল করিম রেজা, দৈনিক বাংলা বাজার ও কাজির বাজারের আতিকুর রহমান, দৈনিক কালবেলার সাকির আমীন, দৈনিক আমাদের নতূন সময়'র মো. নুর উদ্দিন, দৈনিক আমার সংবাদ'র মুশাহিদ আলী, দৈনিক মানবকন্ঠের খালেদ মিয়া, মোহনা টিভির মাহমদ আলী, অপরাধচিত্রের নাজমুল ইসলাম, দৈনিক সংগ্রামের লুৎফুর রহমান শাওন, দৈনিক আমার দেশ'র প্রভাষক মোশারফ হোসেন, দৈনিক যায়যায় দিন'র সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক মানবজমিনের আরিফুর রহমান মানিক, সংবাদ দিগন্তের মোহাম্মদ জাকারিয়া, দৈনিক ভোরের চেতনার ফজল উদ্দিন, এশিয়ান টিভির নাজমুল হাসান জুয়েল, দৈনিক ডেসটিনির অজিৎ কুমার দাশ, এনটিভি ইউরোপ'র তাজিদুল ইসলাম, দৈনিক আলোর দিগন্তের ফারুক আহমদ নোমান, দৈনিক আমার বার্তার জুনেদ আহমদ রুনু,  আজকের খবরের পাপলু মিয়া প্রমুখ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad