ধর্মপাশায় জাল সনদ তৈরি: দুই তরুণকে কারাদণ্ড, দোকান সিলগালা
Post Top Ad

ধর্মপাশায় জাল সনদ তৈরি: দুই তরুণকে কারাদণ্ড, দোকান সিলগালা

প্রথম ডেস্ক

২৩/০৯/২০২৫ ২২:৫৪:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জন্মনিবন্ধন সনদে বয়স বাড়াতে জাল এসএসসি সনদ তৈরির অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশায় দুই তরুণকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— সদর ইউনিয়নের মহিষের বাতান গ্রামের মো. স্বপন মিয়া (১৯) ও সদর বাজারের মহসিন টেলিকম অ্যান্ড ফটোস্ট্যাট ডিজিটাল স্টুডিওর কর্মচারী শফিকুল ইসলাম রাব্বী (২০)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জন্মনিবন্ধনে বয়স দুই বছর বাড়ানোর জন্য স্বপন মিয়া শফিকুলের সহায়তায় জন্মতারিখ পরিবর্তন করেন। সংশোধিত সনদ নিয়ে ইউএনওর কার্যালয়ে গেলে অসঙ্গতি ধরা পড়ে। পরবর্তীতে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ওই দোকানে অভিযান চালিয়ে একটি ল্যাপটপ জব্দ করা হয়। ল্যাপটপে জাল এসএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র তৈরি ও এক চিকিৎসকের স্ক্যানকৃত স্বাক্ষরের প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা অনুযায়ী তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। রাত সোয়া আটটার দিকে দোকানটি সিলগালা করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হবে।

ইউএনও জনি রায় জানান, জন্মনিবন্ধনে বয়স বাড়াতে জাল সনদ তৈরির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad