নবীগঞ্জে সংঘর্ষের মামলায় দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আগনা গ্রামে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আসামি মাছাদ মিয়া ও মুজাহিদ মিয়া হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক শাহেদুল আলম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন— আগনা গ্রামের বশির মিয়ার ছেলে মাছাদ মিয়া (৩৫) ও দিলাবর মিয়ার ছেলে মুজাহিদ মিয়া (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট রাত ৮টার দিকে পূর্ববিরোধের জেরে মাছাদ মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ নাজিরুল মিয়ার বাড়িতে হামলা চালান। তারা ঘরে প্রবেশ করে নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ, আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ রয়েছে। এ সময় মাছাদ মিয়া দা দিয়ে শাহেরা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন। তাঁর মাথায় ৮টি সেলাই দিতে হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জমসেদ মিয়া জানান, আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
এ রহমান

মন্তব্য করুন: