কোম্পানীগঞ্জে জমিয়তের জনসভা অনুষ্ঠিত

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে জমিয়তের সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পৃথক দুটি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় চন্দ্রনগর ও বিকেল সাড়ে ৪টায় দয়ারবাজার পয়েন্টে এ জনসভা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ফয়জুর রহমান। প্রধান উদ্বোধক ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আব্দুল মুসাব্বির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাফিজ ফজল উদ্দীন।
এ সময় প্রধান বক্তা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে জমিয়তের মনোনীত প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী বলেন, “ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করব। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে জমিয়ত অতীতে যেমন ছিল, ভবিষ্যতেও তেমনি থাকবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ও ইউনিয়ন জমিয়ত, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, “ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। অন্যায়ের কাছে আপস নয়, ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে জমিয়ত সবসময় জনগণের পাশে থাকবে।”
এ রহমান

মন্তব্য করুন: