গনতান্ত্রিক আইনজীবী সমিতি হবিগঞ্জ জেলার আহবায়ক কমিটি গঠন

গনতান্ত্রিক আইনজীবী সমিতি হবিগঞ্জ জেলা শাখার ১১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করনা হয়েছে। কমিটিতে মুরলীধর দাসকে আহবায়ক এবং পিনাক রঞ্জন দেবনাথকে সদস্য সচিব মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যগন হলেন ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, নিজাম উদ্দীন লস্কর, শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল, সুবল দাস, ফুলকুমার দাস, নাসির উদ্দীন, পবিত্র কুমার দাস, আছমা আনছারী ও দেওয়ান জাকারিয়া। এর আগে হবিগঞ্জ জেলা বার শাখার এক সভা বিগত ১৭ সেপ্টেম্বর স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন রনধীর দাশ। পিনাক রঞ্জন দেবনাথের পরিচালনায় অনুষ্টিত এ সভায় আলোচনায় অংশ নেন গনতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুরলীধর দাস, ত্রিলোক কান্তি চৌধুরী বিজন,শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আইনজীবীদের নির্দলীয় পেশাজীবী সংগঠন হিসাবে সুদীর্ঘ বছর যাবত নিজেদের অধিকার আদায় সহ পেশাগত উন্নয়নের জন্য এ সংগঠন কাজ করে যাচ্ছে। এছাড়াও মানবাধিকার ও আইনের শাষন প্রতিষ্টা এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মানেও এ সংগঠন সোচ্চার রয়েছে। বক্তারা হবিগঞ্জ জেলা বারে সংগঠনের কার্যক্রম জোড়দার ও নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে কাজ করার উপর জোড় দেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের আহবায়ক কমিটি মনোনীত করা হয়। একইসাথে সভায় দ্রুততম সময়ের মধ্যে পূর্নাংগ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এ রহমান

মন্তব্য করুন: