জকিগঞ্জে অমানবিক দেয়াল ভাঙল প্রশাসন, মুক্তি পেল অসহায় পরিবার
Post Top Ad

দীর্ঘ ছয় মাস ধরে অবরুদ্ধ

জকিগঞ্জে অমানবিক দেয়াল ভাঙল প্রশাসন, মুক্তি পেল অসহায় পরিবার

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/০৯/২০২৫ ১৭:৪৮:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ ছয় মাসের অবরুদ্ধ জীবন শেষে অবশেষে মুক্তি পেল জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের জেসমিন আক্তারের পরিবার। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের নির্দেশে উপজেলা প্রশাসন প্রভাবশালীদের নির্মিত অমানবিক দেয়াল ভেঙে তাদের মুক্ত করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস এবং জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

গত ছয় মাস ধরে স্কুলপড়ুয়া চার সন্তান, বৃদ্ধা শাশুড়ি ও মানসিক ভারসাম্যহীন স্বামীকে নিয়ে জেসমিন পাঁচ ফুট উঁচু দেয়ালের ভেতরে বন্দিদশায় ছিলেন। স্থানীয় আজিজিয়া কমিউনিটি সেন্টারের মালিক এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদ শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধ করে ওই দেয়াল নির্মাণ করেছিলেন।

এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সামাজিক ও জাতীয় পর্যায়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। অবশেষে জেসমিন সরাসরি জেলা প্রশাসকের শরণাপন্ন হলে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

মুক্তির পর জেসমিন আক্তার আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার সন্তানরা অবশেষে মুক্ত হলো। আমি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জকিগঞ্জ থানার ওসির কাছে কৃতজ্ঞ। এখন আমার সন্তানরা আবার স্কুলে ফিরতে পারবে।”

স্থানীয় প্রবীণ বাসিন্দা নোমান উদ্দিন বলেন, “একটি অসহায় পরিবারকে টাকার জোরে বন্দি রাখা ছিল অমানবিক। প্রশাসনের পদক্ষেপে তাদের মুক্তি পাওয়া পুরো এলাকার জন্য স্বস্তির খবর।”

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad