দিরাইয়ে মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তকারী বখাটেদের শাস্তির দাবিতে মানববন্ধন
Post Top Ad

দিরাইয়ে মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তকারী বখাটেদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,দিরাই

২৫/০৯/২০২৫ ১৭:৫২:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাইয়ে মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত এবং দপ্তরীকে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দিরাই থানা পয়েন্টে হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসার শিক্ষক মো. আজিজুর রহমান। যৌথভাবে সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. কারিমুল ইসলাম ও মো. মারগুবুর রহমান। এসময় বক্তব্য রাখেন শিক্ষক আবুল কালাম আজাদ, মো. সাফুয়ান আহমদ, আদনান হাসান, সাকিব আহমেদ, মো. বশির আহমেদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বুধবার (২৪ সেপ্টেম্বর) কয়েকজন বখাটে মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করে। এসময় দপ্তরী শহীদুল ইসলাম প্রতিবাদ জানালে বখাটেরা তাকে মারধর করে গুরুতর আহত করে।

তারা বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দাবি জানাই, অভিযুক্ত বখাটেদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”

এছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad