ছাতকে উদ্বোধন হলো জাউয়াবাজার হাইওয়ে পুলিশ ক্যাম্প
Post Top Ad

ছাতকে উদ্বোধন হলো জাউয়াবাজার হাইওয়ে পুলিশ ক্যাম্প

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/০৯/২০২৫ ২৩:০২:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো অস্থায়ী হাইওয়ে পুলিশ ক্যাম্প। দীর্ঘদিন ধরে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে যাত্রী, চালক, মালিক-শ্রমিক ও স্থানীয়দের দাবি বাস্তবায়নের অংশ হিসেবে এ ক্যাম্প চালু হলো।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী এবং সঞ্চালনা করেন শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট শিশির চন্দ্র দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাউয়াবাজার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ, সহকারী পুলিশ সুপার মির্জা সাইফুদ্দীন, জাউয়াবাজার জামে মসজিদের মোতাওয়াল্লী অ্যাডভোকেট শফিউর রহমান, ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাহুজ্জামান শিলু, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত এ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। নতুন ক্যাম্প চালুর ফলে যানবাহন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, চাঁদাবাজি ও ডাকাতি দমনে কার্যকর ভূমিকা রাখবে হাইওয়ে পুলিশ। এতে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে।

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, নিরাপদ সড়ক পরিবেশ এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয়রা অংশ নেন। দোয়া পরিচালনা করেন জাউয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাঈদ আহমেদ।

প্রবাসী ও স্থানীয় বিত্তবানদের উদ্যোগে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয়ে ক্যাম্পটি নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বহু প্রতীক্ষিত এ হাইওয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধনের ফলে জননিরাপত্তা বৃদ্ধি পাবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকটা কমে আসবে।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad