সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
Post Top Ad

সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/০৯/২০২৫ ১০:৩৬:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিএনজি চালক হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সজল ঘোষ (৪০), একই জেলার বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের আঁখি রানী চৌধুরী (৩৬) এবং তাঁর মেয়ে প্রথমা চৌধুরী। প্রথমা সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। তারা শহরের উকিলপাড়া এলাকায় বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি পিকআপভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপভ্যানের চালক পারভেজ আহমেদকে (৩৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।


শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad