বন্ধ রেললাইন ফের চালুতে ২৩০ কোটি টাকার প্রকল্প, কাজ নিয়ে শঙ্কা স্থানীয়দের
Post Top Ad

ছাতক–সিলেট রেললাইন

বন্ধ রেললাইন ফের চালুতে ২৩০ কোটি টাকার প্রকল্প, কাজ নিয়ে শঙ্কা স্থানীয়দের

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/০৯/২০২৫ ১৮:৩৫:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক-সিলেট রেলপথে আবারও ছুটবে ট্রেন—এমন আশায় বুক বেঁধেছেন স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা। ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে চার বছর ধরে বন্ধ থাকা এ রেলপথে অবশেষে সংস্কার কাজ শুরু হয়েছে। তবে কাজের ধীরগতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

জানা যায়, ২০২১ সালের করোনা মহামারির সময় থেকেই ছাতক-সিলেট রুটে রেল চলাচল বন্ধ ছিল। পরের বছর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় রেলপথের একাধিক অংশ। তখন থেকে রেললাইন অচল হয়ে পড়ে এবং ছাতক রেলস্টেশন কার্যত পরিত্যক্ত অবস্থায় থাকে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েন ছাতক শিল্পাঞ্চলের ব্যবসায়ীরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রায় ২৩০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয় রেল কর্তৃপক্ষ। প্রকল্পের আওতায় রয়েছে রেললাইন সংস্কার, স্লিপার প্রতিস্থাপন, সেতু মেরামত এবং স্টেশনের আধুনিকায়ন। কাজটি বাস্তবায়ন করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেড। তবে শুরু থেকেই কাজের ধীরগতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, “রেললাইন চালু হলে ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে। তবে কাজের গতি খুবই ধীর। এভাবে চললে কয়েক বছরেও শেষ নাও হতে পারে।”

একই সুরে স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বলেন, “রেলপথ ছাতকবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চালু হলে শিল্পাঞ্চলের উন্নয়ন হবে। কিন্তু ঢিমেতালে কাজ চলায় আমরা উদ্বিগ্ন।”

ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান, কাজের গতি ঠিক থাকলেও বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ হবে বলে আশা করছেন তারা।

বাংলাদেশ রেলওয়ের ছাতক বাজার-সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, “ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে তাগাদা দেওয়া হচ্ছে। গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়েই কাজ শেষ হবে।”

এ বিষয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “রেললাইন পুনঃস্থাপন জেলাবাসীর জন্য আশার খবর। আমরা চাইবো, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে শেষ হোক। বিষয়টি আমরা নিবিড়ভাবে তদারকি করবো।”


প্রকল্প অনুযায়ী, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ছাতক-সিলেট রেলপথে আবারও ট্রেন চলাচল শুরুর কথা রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad