সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে দুই শতাধিক পরিবারে সহযোগীতা

শারদীয় দুর্গাপুজাকে সামনে রেখে দুই শতাধিক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের মদন মোহন শাখার উদ্যোগে মংলিছড়া এবং দলদলি চা বাগানের বাদিন্দাদের মধ্যে এই সহযোগীতা সামগ্রী বিতরণ করা হয়। সহযোগীতার মধ্যে ছিল নারী,পুরুষ, শিশুদের মধ্যে নতুন কাপড় এবং প্রত্যেক পরিবার কে একটি করে শ্রীমদভাগবত গীতা গ্রন্থ প্রদান।
সহযোগীতা ও উপহার সামগ্রী বিতরণকালীন উপস্থিত ছিলেন,শ্রী সৌরভ দেব শুভ্র (সহ সাংগঠনিক সম্পাদক,সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশ শ্রীভূমি অঞ্চল।
শ্রী দিগ্বিজয় দেব, সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ সিলেট মহানগর,চয়ন সাহা তূর্য সভাপতি সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি মদন মোহন কলেজ শাখা,সুব্রত চন্দ্র পাল নির্বাহী সভাপতি সনাতন বিদ্যার্থী সংসদ সরকারী মদন মোহন কলেজ শাখা, শ্রী স্বপন দাস সহ-সভাপতি সরকারি মদন মোহন কলেজ শাখা,শ্রী অর্পন দেব সহ-সভাপতি সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি মদন মোহন কলেজ শাখা,শ্রীমতি সোনালী ঘোষ সহ-সভাপতি সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি মদন মোহন কলেজ শাখা, শ্রীমতি ববিতা বর্মণ হিন্দু মহাজোট নারী বিষয়ক সম্পাদিকা,ঢাকা কেন্দ্রীয় কমিটি, প্রশান্ত লিটন ছড়াকার ও অভিনেতা।
এছাড়াও উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ সরকারি মদন মোহন কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন,পুজার আনন্দে সবার মধ্যে ছড়িয়ে দিতেই সংগঠন থেকে এমন উদ্যোগ। এই উদ্যোগে সমাজের প্রান্তিক ও সূবিধাবঞ্চিত শ্রেণীর লোকদের বিষয়টি মাথায় রেখে বরাবরের মতো এবারের পূজায়ও এমন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: