মাধবপুরে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৫ বিজিবির একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ট্রাক বোঝাই ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী জব্দকৃত জিরার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। ট্রাকসহ জিরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।”
এ রহমান

মন্তব্য করুন: