কর্মসংস্থানের উদ্যোগ নেবেন হেলাল উদ্দিন আহমদ
কোম্পানীগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা

সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনা হবে। জনগণকে সঙ্গে নিয়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে, যাতে বেকারত্ব দূর হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়।”
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সৈয়দশাহ স্কুল মাঠে আয়োজিত মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুর রহমান আজাদ এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা সাজাদ খাঁ মরম আলী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি ও সাধারণ সম্পাদক সেবুল আহমেদ। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তনের জন্য নয়, বরং এটি জনগণের মুক্তির সনদ। এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে।
সভা শেষে প্রধান অতিথি হেলাল উদ্দিন আহমদ স্থানীয় বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ রহমান

মন্তব্য করুন: