মাধবপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
Post Top Ad

মাধবপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৭/০৯/২০২৫ ১৩:৫৭:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।


পরে উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট ছারুওয়ার রহমান চৌধুরী। প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন জেলা শাখার সহসভাপতি মাষ্টার আফতাব উদ্দিন, মাওলানা হুসাইন আহমদ, ক্বারী মাওলানা শাহ্ গিয়াস উদ্দিন, হামিদুর রহমান হামদু, বিলাল আহমদ তালুকদার, মাওলানা সোহরাব হোসাইন প্রমুখ।

বক্তারা অবিলম্বে জুলাই সনদ ঘোষণা, সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad