হবিগঞ্জে ২০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৫ পাচারকারী আটক
Post Top Ad

হবিগঞ্জে ২০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৫ পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৭/০৯/২০২৫ ১৪:০৪:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে যৌথ অভিযানে লাকড়ি বোঝাই দুইটি ট্রাক থেকে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব। এ সময় পাচারকাজে জড়িত পাঁচজনকে আটক করা হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম ও বিজিবি সদস্যরা হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুটি ট্রাক থামিয়ে তল্লাশিতে লাকড়ির নিচে লুকানো ভারতীয় পণ্য পাওয়া যায়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে জিরা, অরিও বিস্কুট, ডেইরি মিল্কসহ নানা ভোগ্যপণ্য।


হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত পণ্য, ট্রাক ও আটক আসামিদের আইনানুগ ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad