মাধবপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ১
Post Top Ad

মাধবপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ১

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৭/০৯/২০২৫ ১৪:১৩:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শসিন দাস পানিকা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ইউসুফ মিয়া (৩০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার নারায়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শসিন দাস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের বাসিন্দা। তিনি মাধবপুরের সুরমা চা বাগানে বোন-জামাইয়ের বাড়িতে থেকে স্থানীয় একটি শিল্প কারখানায় চাকরি করতেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, সকালে শসিন দাস ও ইউসুফ মোটরসাইকেলে করে নোয়াপাড়ার একটি কারখানায় যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই শসিন দাস মারা যান এবং গুরুতর আহত ইউসুফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad