মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে অগ্নিকাণ্ডে বাবা-ছেলের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরনের পাইপলাইনে ছিদ্র থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আহত দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন বশির মিয়া ও তার ছেলে রেদোয়ান মিয়া।
বশির মিয়া শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় এবং তার ছেলে রেদোয়ান মিয়া শুক্রবার রাত ৩টায় ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা উপজেলার ভূনবীর ইলামপাড়ায় সেভরন কোম্পানির তেল সরবরাহকারী লাইনে লাগা আগুনে দগ্ধ হন।
ভুনবীর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়াজ ইকবাল মাসুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শেভরনের তেলের লাইনের ছিদ্র থেকে তেল ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মাছ ধরার সময় হঠাৎ আগুন লেগে বশির ও রেদোয়ান দগ্ধ হন। পরে তাদের ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
প্রসঙ্গত, ওই পাইপলাইনে আগুন লাগার ঘটনা ঘটে যখন দূর্বৃত্তরা তেল চুরির উদ্দেশ্যে পাইপলাইনে ছিদ্র করেছিল। স্থানীয় প্রশাসন ও শেভরন কর্মকর্তারা আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন।
এ রহমান

মন্তব্য করুন: