শাবিপ্রবিতে ছাত্রলীগের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার
Post Top Ad

ছাত্রজনতার উপর হামলার অভিযোগ

শাবিপ্রবিতে ছাত্রলীগের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার

শাবিপ্রবি প্রতিনিধি

২৭/০৯/২০২৫ ২০:৫৭:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে ২০ জনকে আজীবন বহিষ্কার এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। এই শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণের বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান। তবে বহিষ্কৃতদের নাম প্রকাশ করেননি তিনি।


জানা যায়, বহিষ্কৃত সকলেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত অভিযোগে আজীবন বহিষ্কার হয়েছেন ১২ জন ও হলে অস্ত্র রাখার ঘটনায় ৮ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তবে, এদের মধ্যে কয়েকজন দুই ঘটনাতেই অভিযুক্ত থাকায় আজীবন বহিষ্কার হয়েছেন।


এছাড়া, ২ থেকে ৪ সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে ১৭ জনকে। একইসাথে যাদের অভিযুক্ততা প্রমাণিত হয়নি এমন ১৯ জনকে খালাস প্রদান করা হয়েছে ও কয়েকজনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


অস্ত্র রাখার অপরাধে খালাস দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, অস্ত্রের সম্পৃক্ততার বিষয়ে সাময়িক বহিষ্কার হওয়ার একটা প্রস্তাব এসেছিল। তবে, আমরা বিবেচনা করে দেখেছি অনেকে ভর্তি ছিল এক রুমে থেকেছে অন্য রুমে। সেক্ষেত্রে যদি সাময়িক বহিষ্কার করে দেওয়া হয় তাহলে সেটা তার সাথে অবিচার করা হবে। তাই আমরা যাচাই বাছাই করে তাদেরকে খালাস প্রদান করেছি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad