নবীগঞ্জে দেবপাড়া বাঁশডর ফুটবল একাডেমির উদ্বোধন

“ফুটবল শুধু খেলা নয়, এটি একটি আবেগ, একটি জীবনধারা”—এ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাঁশডর ফুটবল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা দেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা মাহবুব মোহন। যৌথ সঞ্চালনা করেন মোজাহিদ আলী ও আদিল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জয়নাল আবেদীন, জগলু মিয়া, জাহাঙ্গীর আলম, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়া, সাংবাদিক তাজুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ইকবাল হোসেন তালুকদার, আলাল মিয়া, একাডেমির কোচ রুবেল আহমেদ, প্রবাসী রাহি আহমেদ, এমদাদ মিয়া, সোহাগ মিয়া, সাবের আহমেদ, সানি মিয়া, সাকিব আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ফুটবল একাডেমি কেবল খেলার স্থান নয়, বরং এটি শৃঙ্খলা, অধ্যবসায় ও স্বপ্ন পূরণের মঞ্চ। এখান থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়ে দেশের সুনাম বয়ে আনবে। দেবপাড়া বাঁশডর ফুটবল একাডেমির যাত্রা স্থানীয় তরুণদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ রহমান

মন্তব্য করুন: