বিশ্ব পর্যটন দিবসে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী
সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষা করেই পর্যটনের প্রসার ঘটাতে হবে

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সিলেট প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি সম্ভাবনাময় পর্যটন অঞ্চল। এই প্রাকৃতিক সম্পদগুলো সংরক্ষণ করেই এখানে পর্যটনের প্রসার ঘটাতে হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সারদা হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
বিভাগীয় কমিশনার আরও বলেন, সরকার পর্যটন খাতকে এগিয়ে নিতে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনার আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে সিলেটের পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। পর্যটনকে ঘিরে কর্মসংস্থান বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। তাই শুধু দিবস উদ্যাপনে সীমাবদ্ধ না থেকে পর্যটন কেন্দ্রগুলোর সুরক্ষায় সবার সম্মিলিতভাবে কাজ করা জরুরি।
এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক ক্বিন ব্রিজে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সারদা হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার পাশাপাশি দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়। এর মধ্যে ছিল সচেতনতামূলক সাইক্লিং, সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটন মেলা এবং নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ডিসপ্লে ও ক্বিন ব্রিজসংলগ্ন এলাকায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস উদ্যাপন করা হচ্ছে।
এ রহমান

মন্তব্য করুন: