মাধবপুরে বিজিবির অভিযানে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা, কাবেরি মেহেদী ও কসমেটিকস জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাকে অভিযান চালায়। ট্রাকের চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায়, বিজিবি ট্রাকের তল্লাশী চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ জিরা, কাবেরি মেহেদী ও কসমেটিকস জব্দ করে।
৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানজিলুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান ও মাদকদ্রব্য থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা আমাদের অগ্রাধিকারের বিষয়।”
এ রহমান

মন্তব্য করুন: