তাহিরপুরে বালু চুরির ঘটনায় মামলা, ৩১ লাখ টাকার খনিজ বালু উদ্ধার
Post Top Ad

তাহিরপুরে বালু চুরির ঘটনায় মামলা, ৩১ লাখ টাকার খনিজ বালু উদ্ধার

প্রথম ডেস্ক

২৯/০৯/২০২৫ ১৯:৫৫:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তনদী জাদুকাটা থেকে খনিজ বালু চুরির ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা করেছে নৌ পুলিশ। এ সময় ৩১ লাখ টাকার সমমূল্যের পাঁচটি বালুভর্তি নৌকা জব্দ করা হয়েছে। রোববার বিকেলে টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির এএসআই লিটন চন্দ্র রায় বাদী হয়ে তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালায়। এ সময় জাদুকাটা নদীর বালিমহালের ইজারা বহির্ভূত পশ্চিম পাড়ের ঘাগটিয়া (জালর টেক) এলাকা থেকে চুরি করে খনিজ বালু নেওয়ার সময় পাঁচটি নৌকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু চোর চক্র পালিয়ে যায়। জানা যায়, মামলার আসামিদের মধ্যে রয়েছেন—ঘাগটিয়া গ্রামের সালমান রশিদ তানশি, তার সহোদর সায়েদ মিয়া, একই গ্রামের তাজুল ইসলাম মোড়ল, মাহমুদ আলী শাহ, খায়রুল ইসলাম, আবু লাহাব, তৌহিদ মিয়া, বাদাঘাটের রামিন মিয়া, জানু মিয়াসহ আরও ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর দিলীপ কুমার দাস বলেন, “অবৈধভাবে উত্তোলিত খনিজ বালুসহ পাঁচটি নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত বালুর আনুমানিক মূল্য প্রায় ৩১ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই জাদুকাটা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসনের অভিযান থাকলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় বালু চোরচক্র পুনরায় সক্রিয় হয়ে ওঠে।


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad