মোবাইল কোর্ট অভিযান
নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজাকাশা গ্রামে অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) শেরপুর সড়কে ব্যক্তিগত মালিকানাধীন জমি থেকে বালু উত্তোলনের অভিযোগে অভিযুক্ত আব্দুল আহাদের পুত্র হাফিজুর রহমানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। জরিমানা পরবর্তীতে আদায় করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গোপনে বালু উত্তোলনের কারণে জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল।
প্রত্যয় হাশেম বলেন, "আইন অমান্য করে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলন করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ডে পরিবেশ ও কৃষিজমি হুমকির মুখে পড়ে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।"
এ রহমান

মন্তব্য করুন: