অনিয়ম-দুর্নীতির অভিযোগে শাল্লার পিআইও নুরুন্নবীকে প্রত্যাহার
Post Top Ad

অনিয়ম-দুর্নীতির অভিযোগে শাল্লার পিআইও নুরুন্নবীকে প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

৩০/০৯/২০২৫ ০০:২৯:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নুরুন্নবী সরকারকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তে নেয়া হয়। তদন্তে পিআইও’র বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মেলে।

তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে— প্রত্যেক প্রকল্প থেকে ১০-১৫ শতাংশ কমিশন, কিছু ক্ষেত্রে ৫০ শতাংশ ঘুষ গ্রহণ, প্রকল্প সভাপতি ছাড়াই ১৪টি প্রকল্পের দ্বিতীয় কিস্তির সাড়ে ১৬ লাখ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পিআইও’র যৌথ স্বাক্ষরিত একাউন্টে জমা রাখা, স্থানীয় সাংবাদিক ও সেবাগ্রহীতাদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ একাধিক অনিয়মের তথ্য।

শাল্লার পিআইও নুরুন্নবী সরকারকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করে জেলা দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) হাসিবুল হাসান বলেন, “আমরা ইতোমধ্যে আদেশের অনুলিপি পেয়েছি।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad