ফেঞ্চুগঞ্জে গভীর রাতে অগ্নিকাণ্ড,ব্যবসায়ীর বাড়ি পুড়ে ছাই
Post Top Ad

ফেঞ্চুগঞ্জে গভীর রাতে অগ্নিকাণ্ড,ব্যবসায়ীর বাড়ি পুড়ে ছাই

প্রথম ডেস্ক

০১/১০/২০২৫ ০২:৩২:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মঙ্গলবার (১ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার মাইজগাঁও গ্রামের ব্যবসায়ী লাল মিয়া ও কাজল মিয়ার বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।  


স্থানীয় সূত্রে জানা যায়, সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ করে বাড়ির একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।  


খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে লাল মিয়ার বসতবাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিসের কর্মীরা দেরিতে হলেও গাড়ি নিয়ে ঠিকই এসেছেন তবে গাড়িতে পানি মজুূদ না থাকায় পুকুরে পাইপ লাগিয়ে পানি মারতে হয় তাদের। এ সময় সবই পুড়ে ছাই হয়ে যায়। 


আগুনে মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।  


ব্যবসায়ী লাল মিয়া জানান, আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দীর্ঘদিনের জমানো সম্পদ এক রাতেই শেষ। 


ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সাইদ হাসান শুভ জানান, ঘরের দেয়াল ব্যাতিত সবই পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক বলা যাচ্ছেনা। নেভানো সম্পূর্ণ শেষ হওয়ার পর বাড়ির মালিকের সাথে কথা বলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হতে পারে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসেছেন বলে জানান তিনি। 


 এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad