ড. ইউনূস অসুর নয়, দেবী দুর্গার মতো : বিএনপি নেতা মাহবুব চৌধুরী

ভারতের পশ্চিমবঙ্গের এক পূজামণ্ডপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘অসুর’ রূপে উপস্থাপনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা এবং সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী।
তিনি বলেন, “ড. ইউনূসকে অসুর হিসেবে উপস্থাপন করা শুধু একজন মানুষকে নয়, বরং বাংলাদেশকেই অবমাননা করা। এটি জঘন্য মানসিকতার বহিঃপ্রকাশ। আসলে ড. ইউনূস অসুর নন, তিনি দেবী দুর্গার মতো—দেশের বুকে গণতন্ত্র ও মানবিকতার জয়ধ্বনি তুলছেন। ইতিহাসের শ্রেষ্ঠতম ফ্যাসিবাদকে অসুরের মতো বধ করে তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন।”
মাহবুব চৌধুরী আরও বলেন, “বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির দল। হিন্দু ধর্মাবলম্বীদের অনেক দাবিদাওয়া রয়েছে, অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই তাদের ন্যায্য দাবি পূরণে উদ্যোগ নিতে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে। দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে।”
তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ-২ আসনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সুধীজনের সঙ্গে কুশল বিনিময়কালে এসব কথা বলেন।
এ সময় সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল জলিল, মুরাদ চৌধুরী, দিরাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম সুহাগ, যুবদল নেতা আলেক উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ রহমান

মন্তব্য করুন: