মাধবপুরে পাথর বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ অক্টোবর) ভোরে উপজেলার নোয়াহাটি এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক আটক করে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাকটি আটক করে। পরবর্তীতে ট্রাকের ভেতর তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮২ লাখ ৫৭ হাজার টাকা।
এছাড়া পৃথক আরেক অভিযানে বিজিবির গুইবিল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় একটি অটোরিকশা তল্লাশী করে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. তানজিলুর রহমান বলেন, “চোরাকারবারীরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি সবসময় কঠোর অবস্থানে থেকে চোরাচালান ও মাদক প্রতিরোধে কাজ করছে।”
আটককৃত ট্রাক, পণ্য ও গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় যথাক্রমে হবিগঞ্জ কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এ রহমান

মন্তব্য করুন: