কবিতার ভাষায় জকিগঞ্জে মানুষ বিক্রির তথ্য
Post Top Ad

সিলেটে আছে সেই দলিল

কবিতার ভাষায় জকিগঞ্জে মানুষ বিক্রির তথ্য

প্রথম ডেস্ক

১৪/০৬/২০২৫ ০৬:৫৫:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে ১৮৩৬ সালে মানুষ বেচা–কেনা হতো। এ কোনো কল্পকাহিনি নয়। বিক্রির দলিল পর্যন্ত আছে। আর এই দলিলটি সংরক্ষিত আছে সিলেটের ভাষাসৈনিক মতিন উদ্দীন আহমদ জাদুঘরে। সিলেটের দরগা গেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পঞ্চম তলায় অবস্থিত এ জাদুঘরে রয়েছে এমন আরও অনেক মূল্যবান দলিল, স্মারক ও নিদর্শন। রয়েছে লাখো বছরের পুরোনো গাছের জীবাশ্ম (পাথর), সোনার জরি খচিত মসলিন শাড়ি, দুই মণ ওজনের হাতির দাঁত, ব্রিটিশবিরোধী আন্দোলনের মহান সৈনিক সূর্য কুমার সেনকে (মাস্টার দা) ধরিয়ে দিতে ঘোষিত পুরস্কারের বিজ্ঞাপনসহ অনেক কিছু।


মানুষ বিক্রির দলিল

 

কষ্ট বলবো না-কি লজ্জা 

জানি না তো আজি,

মানুষ বিক্রির দলিল লিখতে

ক্যামনে হলো রাজি? 

আঠারো-শত ছত্রিশ সালে

জব্বার মামুদ লালে,

এগারো টাকায় কিনলো মানুষ 

ঐ না কলি কালে। 

ঘটনাটি ঘটলো রে ভাই  

মজকুরের মৌজে,

মজখরী নামক বারো বর্ষী

বিক্রি হলো বোঝে। 

মৌখিকে তার রজাবন্দি

দস্তাবেজে লেখা, 

বাধ্য হস্তান্তরে বাধ্য মজখর

বদলে গেলো রেখা। 

চর্চায় এলো খর্চার কথা

আরো এলো সাদি,

সন্তানাদি উল্লেখ্য যে

ছাড়তে হলো দাবী। 

দলিল মারফত সিদ্ধ হলো

দু'শ বছর পূর্বে,

মতিন উদদীন যাদু ঘরে 

তথ্য রাখা গর্বে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad