মাদক থেকে যুবসমাজ রক্ষায় তাহিরপুরে অভিযান: ৩ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলার আবাসিক এলাকার ভিতরে গাঁজা সেবন কিছু যুবক। তাদেরকে পরিবর্তন ও যুব সমাজকে রক্ষায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবনের অভিযোগে ৩ জনকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেক আসামিকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
দন্ডিত আসামিরা, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের সূর্যেরগাও গ্রামের সত্যরঞ্জনের ছেলে চয়ন (১৮), ভাটি তাহিরপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জুবায়ের (১৮) ও একেই গ্রামের ফয়সাল মিয়ার ছেলে বাবু (১৯)।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে মাদক ও জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
মীর্জা ইকবাল

মন্তব্য করুন: