তাহিরপুরে শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম ব্যবস্থাপনা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
Post Top Ad

তাহিরপুরে শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম ব্যবস্থাপনা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম ডেস্ক

০৯/১০/২০২৫ ২০:০৫:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ)-এর ব্যবস্থাপনা কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় মেয়াদোত্তীর্ণ ব্যবস্থাপনা কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন ভক্তরা।

গত সোমবার কার্যনির্বাহী কমিটির সভায় সাধারণ সভা আহ্বান ছাড়াই মেয়াদোত্তীর্ণ কমিটির মেয়াদ তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদে বুধবার বিকালে রাজারগাঁও মন্দির প্রাঙ্গণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মধুসুদন রায়, নিরদ রায়, শ্রীবাস রায়, সুশেন রায়, অধীর রায়, মহেশ রায়, সুবল রায়, মনিন্দ্র রায়, লিটন রায়, যধুবর রায়, সুভাস রায়, আনন্দ রায়, অসিত রায়, অঙ্কুর রায়, কিরণ রায়, তপন রায়, পুণ্য রায়, ধুর্জয় রায়, রিপন রায়, ঝুমন রায়, কাজল রায়, গৌতম রায়, রতন রায়, বিষু রায়, দীপ্ত রায়, বিশাল রায়, আলয় চক্রবর্তী, নব কৃষ্ণ রায়, জীবন রায়, সুহেল রায়, জয় রায় ও ঝাবু রায়সহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, কার্যনির্বাহী কমিটির গোপন সিদ্ধান্ত সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী এবং অনৈতিক। সাধারণ সদস্যদের না জানিয়ে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, যা সংগঠনের শৃঙ্খলা ও ঐতিহ্যের পরিপন্থী।

তাঁরা আরও বলেন, পূর্ববর্তী গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ ছিল দুই বছর এবং একই ব্যক্তি পরপর দুইবার দায়িত্ব পালন করতে পারতেন। কিন্তু সম্প্রতি কয়েকজন সদস্যের সিদ্ধান্তে মেয়াদ তিন বছর করা হয়েছে— যা গোপনে এবং বিধিবহির্ভূতভাবে সম্পন্ন হয়েছে।

এছাড়া জেলা প্রশাসক বরাবর ৩০ জুলাই ২০২৫ তারিখে দাখিলকৃত আবেদনে উল্লেখিত ৩টি শর্ত সভাপতি করুণাসিন্ধু চৌধুরী বাবুল ভঙ্গ করেছেন বলেও বক্তারা অভিযোগ করেন।

প্রতিবাদ সভায় ভক্তরা মেয়াদোত্তীর্ণ ব্যবস্থাপনা কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে দ্রুত সাধারণ সভা আহ্বান করে নিয়ম অনুযায়ী নতুন কমিটি গঠনের আহ্বান জানান। তাঁরা বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা গঠনতন্ত্র ও ঐতিহ্যের বাইরে নেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।”


এ রহমান

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad