লন্ডনে সিলেটের আল কাইয়ুম জামে মসজিদের ফান্ড রেইজিং ২০ জুন
Post Top Ad

লন্ডনে সিলেটের আল কাইয়ুম জামে মসজিদের ফান্ড রেইজিং ২০ জুন

নিজস্ব প্রতিনিধি, যুক্তরাজ্য

১৮/০৬/২০২৫ ০২:০৬:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর উপশহরস্থ শাহজালাল উপশহরের বুরহান উদ্দিন আবাসিক এলাকায় নির্মাণাধীন আল কাইয়ুম জামে মসজিদের জন্য যুক্তরাজ্যের নর্থাম্পটনে একটি ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২০ জুন শুক্রবার বাদ জুমা নর্থাম্পটনের আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে এই ফান্ড রেইজিং হবে।


উল্লেখ্য, ব্রিটিশ-বাংলাদেশি তরুণ নাদিম উদ্দিনের উপার্জিত অর্থ দিয়ে এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ব্রিস্টলের সামারসেট এলাকার বাসিন্দা নাদিম ২০১৯ সালের ১৭ নভেম্বর মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি চ্যানেল এস-এর রিপোর্টার এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য এহসানুল ইসলাম চৌধুরী শামীমের ভাগ্নে।


তার রুহের মাগফিরাত কামনায় ও সদকায়ে জারিয়া হিসেবে সিলেটের শাহজালাল উপশহরের এইচ ব্লক ৪ নম্বর রোডসংলগ্ন বুরহান উদ্দিন আবাসিক এলাকায় মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। তবে নির্মাণকাজ পূর্ণাঙ্গভাবে শেষ করতে আরও অর্থ সহায়তার প্রয়োজন।


এজন্য প্রবাসী বাংলাদেশিদের সহায়তা নিশ্চিত করতে এই ফান্ড রেইজিং আয়োজন করা হয়েছে। আয়োজকেরা সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মহৎ উদ্যোগে শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে। 

সজল আহমদ

মন্তব্য করুন:

Post Bottom Ad
Sidebar Top Ad
Sidebar Botttom Ad