দেশের মানুষ আগামীতে বিএনপিকে ক্ষমতায় চায় : এমরান চৌধুরী

জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী বলেন, এখন প্রয়োজন জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধতা। গেল আওয়ামী লীগ শাসনামলে যারা নির্যাতিত, নিপীড়িত এমনকি তৃণমূল পর্যায়ের আবহেলিত সকল নেতাকর্মীকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা। গোটা দেশের মানুষ জাতীয়তাবাদী শক্তির দিকে থাকিয়ে আছে। তাদের সেই বিশ্বাস, ভালোবাসা এবং নির্ভরতাকে মূল্য দিতে হবে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মজলুম জননেতা ও তারুণ্যের অহংকার প্রিয় নেতা তারেক রহমান দেশে আসার আগেই জাতীয়তাবাদী শক্তির জাগরণ ঘটাতে হবে। প্রবাসের মাটিতে বসেও প্রিয় নেতা তারেক রহমান সেই কাজটিই করে যাচ্ছেন। আগামীর বাসযোগ্য স্বদেশ বিনির্মানে তারেক রহমানের বিকল্প নেই।
অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সোমবার ৭ জুলাই, যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জ বিয়ানীবাজার জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে যুক্তরাজ্য মায়েদা গ্রীল ভেন্যু ইষ্ট লন্ডন মসজিদের পিছনে বিশাল সংবর্ধনা সভায় এ কথা বলেন।
তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমাকে ভালোবাসার মায়াজালে আবদ্ধ করেছেন, সত্যিকার অর্থে আমি ভুলতে পারবোনা, এই দিনটি আমার কাছ স্মরণ হয়ে থাকবে। আমার শরীরে একবিন্দু রক্ত থাকলেও সেটি সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জন্য উৎসর্গ করবো। জেলার একটি মডেল অঞ্চল হিসেবে সিলেট-৬ আসনকে দৃষ্টান্ত হিসেবে মেলে ধরার প্রানান্ত প্রচেষ্টা চালিয়ে যাবো। তিনি বলেন, আপনাদের নেই ভালোবাসাই আমাকে নতুন ভাবে দিশা যুগিয়েছে, যুগিয়েছে প্রেরণা ও শক্তি। জনতার সেই ঐক্যবদ্ধ শক্তিই হবে আমার বিজয়ের একমাত্র পাথেয়।
অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জুলাই আন্দোলনে সারাদেশে নিহতদের স্মরণ করে সিলেটে ১৩ জন নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং হাজার হাজার আহতদের প্রতি সমবেদনা জানান।
তিনি সিলেট-৬ আসনের চিত্র তোলে ধরে বলেন, একটা বিপর্যস্থ অবস্থায় এই জনপদের মানুষ। শিক্ষা,স্বাস্থ্য, অবকাঠামোগত দিকসহ নানাভাবে পিছিয়ে রয়েছে। সুতরাং এই অবস্থা পরিত্রাণের প্রয়োজন একজন মাটি ও মানুষের সহচর্য্যে থাকা রাজনীতিবিদের। যারা মৌসুমী পাখির মতো কথার বুলি দিয়ে মন জয় করতে চায়, তাদের পরিহার করতে হবে। কারণ যোগ্য ভোটারই পারে যোগ্য প্রতিনিধি মনোনীত করতে। অতএব উন্নয়ন,কল্যান,অগ্রগতি আর সমৃদ্ধির জনপদ গড়ার লক্ষ্যে সিলেট-৬ আসনের মানুষকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য নিজের সন্তান হারানোসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অকল্পনীয় আত্মত্যাগ, যা আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন আপনাদের কাছে দোয়া সুস্থতা কামনা করছি , আমাদের নেতা তারেক রহমান সুস্থ শরীরে দেশে ফিরে পারে সকলেই দোয়া করবেন,যাতে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উক্ত সংবর্ধনা- অনুষ্ঠানে যুক্তরাজ্য লন্ডন বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস এর সভাপতিত্বে এবং যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, যুক্তরাজ্য যুবদলের ১ম যুগ্ম সম্পাদক সৈয়দ লায়েক আহমেদএর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য কায়সার এম আহমেদ, যুক্তরাজ্যে বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ,
সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিছবাউজ্জামান সোহেল, এমদাদ হোসেন টিপু, শাহনাজ আহমদ, আবেদ রাজা,যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী,যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীন,
সাধারণ সম্পাদক আবুল হোসেন, আবদুল বাছিত, সুরমান খান, কিবরিয়া ইসলাম, জামিল আহমদ, মিয়া মোঃ জামিল, যুক্তরাজ্য গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দ, এবং বৃহত্তর সিলেটের বিএনপির নেতৃবৃন্দ।
নীরব চাকলাদার

মন্তব্য করুন: